ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন

১২ দলের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক : তিন ভেন্যুতে তিন ম্যাচ দিয়ে সোমবার শুরু হচ্ছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এর আগে রোববার লিগের ট্রফি ও ১২ দলের জার্সি উন্মোচন হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি ও জার্সি উন্মোচনের পর ফটোসেশনে অংশ নেন ১২ দলের অধিনায়ক। সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাকের সঙ্গে ছিলেন নাঈম ইসলাম, ফরহাদ রেজারা।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) উদয় হাকিম এবং সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টর (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন) মিলটন আহমেদ।



প্রতিবারের মতো এবারও ১২টি দল অংশ নিতে যাচ্ছে এবারের প্রিমিয়ার লিগে।  দলগুলো হলো- গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, কলাবাগান ক্রীড়া চক্র, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়