ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কখনও চ্যাম্পিয়ন হইনি, এবার চ্যাম্পিয়ন হতে চাই’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কখনও চ্যাম্পিয়ন হইনি, এবার চ্যাম্পিয়ন হতে চাই’

ক্রীড়া প্রতিবেদক: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পর্দা নামবে বৃহস্পতিবার। সুপার লিগের শেষ রাউন্ডের খেলায় তিনটি মাঠে খেলবে ছয় দল। তবে সবার নজর থাকবে দুটি মাঠে।

আবাহনী লিমিটেড নিজেদের শেষ ম্যাচে খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী রূপগঞ্জকে হারাতে পারলে সহজেই শিরোপা জয় করবে। তাদের শিরোপা জয়ে বড় বাধা শেখ জামাল।

মিরপুরে শেখ জামাল খেলবে খেলাঘরের বিপক্ষে। খেলাঘরের বিপক্ষে জিতলে এবং বিকেএসপিতে রূপগঞ্জ আবাহনীকে হারাতে পারলে শেখ জামাল জিতবে শিরোপা। মূলত এ দুই মাঠেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফতুল্লায় খেলবে প্রাইম দোলেশ্বর এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। 



শেখ জামাল কি করবে সেটা নিয়ে ভাবতে নারাজ আবাহনী। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি নিজেদের খেলায় মনোযোগী। দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বললেন সে কথাই,‘কালকের ম্যাচটা আমাদের জন্য বড় একটি সুযোগ। আমরা যদি জিততে পারি আমরা চ্যাম্পিয়ন হবো। ঢাকা লিগে কখনও চ্যাম্পিয়ন হইনি। নিশ্চিতভাবেই টার্গেট থাকবে যে চ্যাম্পিয়ন হওয়া।’

জাতীয় দলের একাধিক খেলোয়াড় খেলছেন আবাহনীতে। তারপরও শিরোপা জিততে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে শেষ সময় পর্যন্ত। ম্যাচটা আবাহনীর জন্য ডু অর ডাই। তাইতো নিজেদের সর্বোচ্চ দেওয়ার কথা জানালেন মিরাজ,‘ডু অর ডাই ম্যাচ। আমরা অবশ্যই আশাবাদী। সবাই শতভাগ দেয়ার চেষ্টা করবে ভাল খেলার জন্য। তাছাড়া আমাদের যেসব খেলোয়াড় আছে তারা তাদের সেরাটা দিলে তাহলে ভাল কিছু হবে।’

রূপগঞ্জের বিপক্ষে লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখলেও প্রতিপক্ষকে সমীহ করছেন মিরাজ,‘যারা ভালো খেলবে দিন শেষে তারাই ম্যাচ জিতবে। আমার কাছে মনে হয় খেলাটা ভালোই হবে এবং আমরাও অনেক সিরিয়াস। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করবো।’



রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়