ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাভারে ৫ নাইজেরিয়ান আটক

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৮ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে ৫ নাইজেরিয়ান আটক

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নাইজেরিয়ার পাঁচ নাগরিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা।

আজ মঙ্গলবার বিকেলে হেমায়েতপুর এলাকার আলমনগরের সুগন্ধা হাউজিংয়ের ওয়াহিদ মিয়ার তিন তলা বাড়ির দোতলা থেকে তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা সাইবারের সহায়তায় প্রতারণার মাধ্যমে জনসাধারণের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন।

তিনি জানান, এই নাইজেরিয়ানরা ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে এক বছর ধরে বসবাস করে আসছেন। অভিযানের সময় তাদের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল, ২০টি সিম কার্ড, পাঁচটি পেন-ডাইভ, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও ১০০ ইউএস ডলার উদ্ধার করা হয়েছে।



রাইজিংবিডি/সাভার/৮ আগস্ট ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়