ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘সরকার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সরকার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর’

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার সবার পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শনিবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত ‘অতীশ দীপঙ্কর পিস গোল্ড অ্যাওয়ার্ড অ্যান্ড বিশুদ্ধানন্দ পিস গোল্ড অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের প্রধানমন্ত্রী সকল সম্প্রদায়ের ধর্মকর্ম সম্পাদনে সকল স্বাধীনতা নিশ্চিত করেছেন। সাম্প্রদায়িক অশান্তির ক্ষেত্রে আমাদের সরকারের রয়েছে শূন্য সহনশীলতা।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ মহাথের সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সাবের হোসেন চৌধুরী।

এ অনুষ্ঠানে দেশি-বিদেশি আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক প্রদান করা হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়