ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিশ্বকাপে চোখ রেখে ওয়ালটন প্রিমিয়ার লিগ খেলতে চান তাসকিন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে চোখ রেখে ওয়ালটন প্রিমিয়ার লিগ খেলতে চান তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে কী দুর্দান্তই বোলিংটাই না করেছেন তাসকিন আহমেদ। ১২ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। তার দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ডাক পেয়েছিলেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন। তাতে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ডে যাওয়ার পরিবর্তে ক্র্যাচে ভর দিয়ে দিয়ে কাটিয়ে দিয়েছেন ২৩দিন। অবশ্য আগামীকাল সোমবার থেকে ক্র্যাচ ছেড়ে দাঁড়াবেন। মার্চে শুরু হতে যাওয়া ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ টার্গেট করছেন তিনি। প্রিমিয়ার লিগে ভালো খেলে বিশ্বকাপে যেতে চান।

আজ রোববার তাসকিন এ বিষয়ে বলেছেন, ‘যদি আমি ইনজুরড নাও হতাম, খেলা শুরু যখন হত তখন থেকেই প্রিমিয়ার লিগে আরও এফোর্ট দিয়ে খেলতাম। প্রত্যেকটা সেশনই গুরুত্বপূর্ণ। যখন একটার পর একটা ইনজুরি হয়েছে, সব মিলিয়ে একটা কঠিন গিয়েছে। আসলে ভালো খেলার সময়টা যত বড় করা যায় ক্যারিয়ারের জন্য ততোই ভালো। এটাই গুরুত্বপূর্ণ।’



ইনজুরি কাটিয়ে প্রিমিয়ার লিগে খেলবেন। সেখানে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গা করে নিতে চান তাসকিন, ‘আসলে প্রিমিয়ার লিগ শুরু হলে আমি আমার সেরাটা দিতে চেষ্টা করব। যাতে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আমার সুযোগ হয়। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সুযোগ পাওয়াও তো সহজ কিছু না। এটাও কঠিন। হয়তো বিপিএলে ভালো খেলার কারণে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে। সুস্থ থাকা, লিগে সুযোগ হলে ভালো খেলা, তারপর আয়ারল্যান্ড সিরিজ আছে। সব মিলিয়ে অবশ্যই বাংলাদেশ দলে খেলা ও সুযোগ ধরে রাখা অনেক কঠিন চ্যালেঞ্জ।’

ইনজুরি থেকে ফিরে বিপিএলে খেলেছিলেন তাসকিন। কিন্তু বিপিএল শেষ হতে না হতেই আবার ইনজুরিতে পড়লেন। এমন ইনজুরিকে পেসারদের জন্য অভিশাপ হিসেবে দেখছেন তাসকিন, ‘হ্যাঁ এটা তো অবশ্যই ফাস্ট বোলারের জন্য। তবে ঠিক হয়ে যাবে আশা করি। আমার রোল মডেল মাশরাফি ভাই অনেক সংগ্রাম করে লিজেন্ড হয়েছেন। এটা মানতে হবে। ফাস্ট বোলার হিসেবে ইনজুরি আসবে। যত দ্রুত কামব্যাক করা যায় ততোই ভালো। এই যে বললেন, সময়ের কথা। কিন্তু মানসিকভাবে দৃঢ় ও শক্তিশালী থাকলে কম সময়েও কামব্যাক করা যায়। ইনশাআল্লাহ আমি পারব।’



ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন তাসকিন। বর্তমান অবস্থা জানিয়ে বলেছেন, ‘আল্লাহর রহমতে ইনজুরির অবস্থা এখন বেশ ভালো। তিন সপ্তাহ শেষ হল। আমি এতদিন ক্র্যাচে করে হেঁটেছি। কাল থেকে ইনশাআল্লাহ ক্র্যাচ ছাড়া হাঁটব। আর রিহ্যাব প্রোগ্রামের একটু আপগ্রেড করার শিডিউল দিয়েছে। এক্সারাসাইজ আরও বাড়াব। নিজের কাছেও ভালো লাগছে। এখন আস্তে আস্তে ক্র্যাচ ছাড়া নরমালি দুই পায়ে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি। এখন পর্যন্ত ইতিবাচক সবকিছু। ভালোর দিকে যাচ্ছে। আমি এখন অন্য এক্সারসাইজগুলো করছি। আগের চেয়ে বেটার আল্লাহ রহমতে। আশা করি এভাবে চলতে থাকলে আমার জন্য ভালো কিছুই হবে।’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলার আশাবাদ ব্যাক্ত করে তাসকিন বলেছেন, ‘ইনশাআল্লাহ আমিও আশা রাখি। কোনো সমস্যা না হলে এবং সব কিছু এভাবে চলতে থাকলে অবশ্যই সুপার লিগ থেকে খেলতে পারব। আসলে রিদম তো খুবই গুরুত্বপূর্ণ। মেইন জিনিসটা হল ভালো খেলার পেছনে মানুষের আত্মবিশ্বাস। ওটা ঠিক আছে। আমি বিপিএলের বোলিং ভিডিওগুলোও দেখি। একটু মন খারাপ হয় যখন মনে হয় যে খেলতে পারছি না, নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারলাম না। তবে ঠিক আছে। এটা জীবনের অংশ। সামনে যেহেতু আমার স্বপ্ন আসছে। সেটার জন্য যা যা করণীয় সেটাই করার চেষ্টা করব।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়