ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিকেএসপিতে এনামুল ও মিরপুরে মজিদের সেঞ্চুরি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিকেএসপিতে এনামুল ও মিরপুরে মজিদের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক: আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জয় এনে দিয়েছিলেন এনামুল হক বিজয়। চতুর্থ রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে বড় পুঁজি এনে দিতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগের অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সেঞ্চুরি পেয়েছেন আবদুল মজিদ।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে টস হেরে প্রাইম ব্যাংকের শুরুটা ছিল দারুন। দলীয় ৫ রানে প্রথম উইকেটের পর ওয়ানডাউনে নামা অভিমন্যু ইশারানকে নিয়ে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। ১৯৪ রানের অসাধারণ জুটিতে দলকে বড় সংগ্রহ এনে দেন তারা। শেষপর্যন্ত সেঞ্চুরির দেখা পান দুজনেই।

লিস্ট এ ক্যারিয়ারে আজ নিজের একাদশতম সেঞ্চুরির দেখা পান এনামুল হক বিজয়। ১২০ বলে  ৮ চারে ১০১ রানের ইনিংসে খেলেন তিনি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাকিয়ে নিজের আগুণে ফর্মের কথা জানান দিয়েছেন এ তারকা। তার সঙ্গে ১৩৩ রানের ইনিংস খেলেন অভিমন্যু ইশারান। ১২৬ বলে ১০ চার ও ১ ছক্কায় এ ইনিংস খেলেন ভারতীয় এ ক্রিকেটার। তাদের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৪  রানের বিশাল পুঁজি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের।

ডিপিএলের অপর ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আবদুল মজিদ। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আজ লিস্ট এ ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পান মজিদ। ১২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ১০৭ রান করেন ২৮ বছর বয়সি এ ওপেনার। তার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৯৫ রান করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়