ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাঈমের ব্যাটে মোহামেডানকে থামাল রূপগঞ্জ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাঈমের ব্যাটে মোহামেডানকে থামাল রূপগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : উড়তে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মাটিতে নামাল লিজেন্ডস অব রূপগঞ্জ।

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডে প্রথম পরাজয়ের স্বাদ পেল ঐতিহ্যবাহী মোহামেডান। মিরপুরে সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জ তাদের হারিয়েছে ৪ উইকেটে। আব্দুল মজিদের দারুণ শতকে ৭ উইকেটে ২৯৫ রানের পুঁজি পেয়েছিল মোহমেডান। কিন্তু নাঈমের দুর্দান্ত ৮৫ রানের ইনিংসে রূপগঞ্জ ৪ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়। চতুর্থ রাউন্ড শেষে এটি রূপগঞ্জের তৃতীয় জয়।

মোহামেডানের বিশাল লক্ষ্য ছুঁতে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। আজমির আহমেদ রান আউট হয়ে ফেরেন ৩ রানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম অবশ্য থেমে থাকেননি। দ্রুত ২৪ বলে তুলে নেন ৩৩ রান। নাঈম ফেরার পর মুমিনুল চতুর্থ উইকেটে শাহরিয়ার নাফিসকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন। ক্রাইস্টচার্চ থেকে ফেরা মুমিনুল হক নিজের প্রথম ম্যাচেই দ্যুতি ছড়ান। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে ৫৪ বলে তুলে নেন ৫৫ রান। ৬ চার ও ২ ছক্কা হাঁকান উইকেটের চারিপাশে।

নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে জুটি ভাঙেন শফিউল। ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। এক ওভার পর শফিউলকে ফিরতি ক্যাচ দেন নাফিস (২৫)। দ্রুত ২ উইকেট হারিয়ে ধাক্কা খায় রূপগঞ্জ।

কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান অধিনায়ক নাঈম ইসলাম। তাকে পঞ্চম উইকেটে সঙ্গ দেন বিদেশি ক্রিকেটার রিশি ধাওয়ান। ৯৯ রানের জুটি গড়েন তারা। মোহামেডান ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই। এ সময়ই দুজনই তুলে নেন অর্ধশতক। ৪০তম ওভারে আলাউদ্দিন বাবুকে এগিয়ে এসে লং অনে ক্যাচ দেন ধাওয়ান। রাহাতুলের হাতে ক্যাচ দিয়ে ধাওয়ান ফেরেন ৫১ রানে।



সঙ্গী হারালেও নাঈম ব্যাট চালিয়ে যান ২২ গজে। নিয়মিত বাউন্ডারি তুলে রান রেট কমিয়ে আনেন ৬-র নিচে। জাকের আলীও থেমে থাকেননি। দ্রুত ২৬ বলে তুলে নেন ৩৪ রান। ৪৯তম ওভারে নাঈমকে সরাসরি থ্রোতে রান আউট করেন রকিবুল হাসান। কিন্তু ততক্ষণে জয়ের নাগালে রূপগঞ্জ। ম্যাচসেরা নির্বাচিত হওয়া নাঈম ৯২ বলে ৮ বাউন্ডারিতে করেন ৮৫ রান। জাকের ৩৪ ও মুক্তার ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে রূপগঞ্জের আমন্ত্রণে ব্যাটিং নেমে মোহামেডান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে একপ্রান্ত আগলে ব্যাটিং করে যান আব্দুল মজিদ। ডানহাতি ওপেনার তুলে নেন ক্যারিয়ারের সপ্তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি। ১২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান শতরানের ইনিংসটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন নাদিফ চৌধুরী। ৪ চার-ছক্কায় নাদিফ শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন। আশরাফুলের পরিবর্তে দ্বিতীয়বারের মতো সুযোগ পাওয়া তুষার ইমরান করেন ১৯ রান। রকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২৯ রান। ইরফান শুক্কুর করেন ২৫ রান। রূপগঞ্জের হয়ে বল হাতে ৭০ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ শহীদ।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়াসিন/আমিনুল 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়