ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ওয়ালটন ডিপিএল টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক মানিকের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ডিপিএল টি-টোয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক মানিকের

মানিক খান

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন প্রাইম দোলেশ্বরের মানিক খান।

ফতুল্লায় সোমবার টি-টোয়েন্টি অভিষেকে বিকেএসপির বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন ২২ বছর বয়সি ডানহাতি এই পেসার। অবশ্য তার হ্যাটট্রিকটা হয়েছে দুই ওভার মিলিয়ে।

দোলেশ্বরের দেওয়া ১১২ রানের লক্ষ্যে খেলতে নামে বিকেএসপি। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে মানিক বোল্ড করেন ফাহাদ আহমেদকে। শেষ বলে বোল্ড তিনে নামা পারভেজ হোসেন ইমনও। প্রথম ওভারটা ডাবল উইকেট মেডেন!

নিজের পরের ওভারের প্রথম বলে মানিক বোল্ড করেন আরেক ওপেনার রাতুল খানকে। তাতেই পূর্ণ হয়ে যায় হ্যাটট্রিক। নিজের তৃতীয় ওভারে এসে মানিক বোল্ড করেন আমিনুল ইসলাম বিপ্লবকেও। তিন ওভার শেষে মানিকের বোলিং ফিগার ৩-২-৬-৪!

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করলেন মানিক। গত বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ডায়নামাইটসের অফ স্পিনার আলিস আল ইসলাম।

সব মিলিয়ে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন মানিক। আলিস ও মানিক ছাড়া তৃতীয়জন পেসার আল-আমিন হোসেন। অবশ্য আল আমিনের হ্যাটট্রিক আছে দুটি।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়