ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি: জাপান আ.লীগে ক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে কটূক্তি: জাপান আ.লীগে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জাপান : জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সঙ্গে ভারত জড়িত- এমন মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেছে জাপান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জাপান মহিলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি আয়োজিত ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ক্ষোভ দেখান তারা।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাঁথা এবং নারীর ক্ষমতায়নে দেশরত্ন শেখ হাসিনা বিশ্বের রোল মডেল’ শীর্ষক আলোচনা সভায় ও পুনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল জাপান আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল আলম বুট্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা মায়ের জায়গায় বোনের জায়গায় দেখে থাকি। আমার মাকে নিয়ে অথবা বোনকে নিয়ে যদি কেউ কটূক্তি করলে যেমন সহ্য করব না তেমনি প্রধানমন্ত্রীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা মেনে নেব না। মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদের সবার উচিত জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী নান্নুকে যেখানে পাবে সেখানেই প্রতিরোধ করা। দাঁত ভাঙা জবাব দেওয়া।



তিনি বলেন, আজ নান্নুর বক্তব্যের কারণে জাপানে সবার মধ্যে ক্ষোভ কাজ করছে। আমরা জাপান আওয়ামী লীগও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা এনএসআই, পুলিশ-র‌্যাবসহ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত অবহিত আছেন। জাপানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতকেও আমরা অবহিত করে রেখেছি। নান্নুর হিম্মত থাকলে বাংলাদেশে প্রবেশ করুক। আজ হোক, কাল হোক বাংলার মাটিতে নান্নুর বিচার হবে।

এর আগে যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও নান্নুর বিচার দাবি করেন। পাশাপাশি জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় জাপান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/জাপান/১৮ জুলাই ২০১৭/মামুন/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়