ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলিয়ার ‘সিটিজেন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন রাশেদ শ্রাবন

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ২৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার ‘সিটিজেন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন রাশেদ শ্রাবন

ডেস্ক রিপোর্ট : সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য প্রতি বছর ‘সিটিজেন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দেয় অস্ট্রেলিয়া সরকার। এ বছর এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক রাশেদ শ্রাবন।

অস্ট্রেলিয়ার সিটি অব ব্যাংক টাউন ও কান্টারবুরি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে রাশেদ শ্রাবনকে এবার এই সম্মাননার জন্য মনোনয়ন দেওয়া হয়। শুক্রবার সম্মাননা গ্রহণ করেন রাশেদ শ্রাবন।

রাশেদ শ্রাবনের জন্ম নোয়াখালী জেলায়। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান রাশেদ শ্রাবন। তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে মানবসম্পদ ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এখন তিনি মানবসম্পদ উন্নয়ন বিষয়ে পিএইচডি করছেন। বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ শ্রাবন।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৮/ইভা/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়