ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর

রাইজিংবিডি ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষী লেখক ও সাহিত্য অনুরাগীদের নিয়ে আমেরিকার জর্জিয়াতে ‘বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

জর্জিয়ার আটলান্টা নগরীতে আগামী বছরের ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর এই সমাবেশের আয়োজন করছে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ।

আমেরিকা ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য এবং প্রদেশে ছড়িয়ে থাকা থেকে বাঙালি লেখক-সাহিত্যিকদের নিয়ে এই পরিষদ গঠন করা হয়েছে। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সমৃদ্ধ সাহিত্য চর্চার প্রসারই এ সমাবেশের লক্ষ্য বলে জানানো হয়েছে। বাংলা সাহিত্যের অনুরাগীদের জন্য সমাবেশটি উন্মুক্ত থাকবে।

এর মধ্যেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান পৌঁছানো হচ্ছে সংশ্লিষ্টদের কাছে। উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের সম্মেলন কমিটির আহ্বায়ক জ্যোতিপ্রকাশ দত্ত সব মহলের সহযোগিতা কামনা করেছেন।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়