ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ধানের দাম কম হওয়ায় সরকার চি‌ন্তিত : কৃ‌ষিমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানের দাম কম হওয়ায় সরকার চি‌ন্তিত : কৃ‌ষিমন্ত্রী

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : ধানের দাম কমে যাওয়ায় সরকারের উচ্চ পর্যায় গভীর চিন্তিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যাল‌য়ে কৃষক লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষকরা কি শুধু ধানের দাম পায় না? কৃষকরা যখন সবজি করে সবজির দাম পায় না। কারওয়ান বাজারের এসব তথ্য পত্র-পত্রিকায় বহুবার এসেছে।’

‘সুদূর ঈশ্বরদী থেকে কপি নিয়ে এসেছে, কপির দাম পায় না। কৃষকরা ট্রাক রেখে পালিয়ে গেছে। টমেটো এরকম, টমেটো বিক্রি হয় না, দুই টাকা কেজি টমেটো।  ১০টা ফুলকপি পাঁচ টাকায় বিক্রি হয়। এদেশের কৃষকেরা নানা অভাবে দুঃখী ছিল। শেখ হাসিনা কৃষক-শ্রমিকের জীবনের পরিবর্তনের জন্য সংগ্রাম লড়াই করছেন।’

কৃষক ধানের দাম না পাওয়ার পিছনে উৎপাদক বৃদ্ধিকে দায়ী করে সরকারের কৃষিমন্ত্রী বলেন, ‘আজকে এই যে ধানের দাম পাচ্ছে না কৃষক, ধানের উৎপাদন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।  গত বোরোতে অনেক ধান হয়েছে, আমনে আমাদের টার্গেট ছিল ১ কোটি ৪০ লাখ টন।  সেটা বেড়ে হয়েছে ১ কোটি ৫৩ লাখ টন। ১৩ লাখ টন ধানের উৎপাদন আমাদের টার্গেটের বেশি উৎপাদন হয়েছে। আলুর উৎপাদন আমাদের দরকার ৬০-৭০ লাখ টন, সেখানে উৎপাদন হয়েছে ১ কোটি ৩ লাখ টন। ৩৩ লাখ টন আলু বেশি হয়েছে, চাষিরা বিক্রি করতে পারছে না।’

‘এটা কোনো জাদু বলে হয় নাই।  কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের আলোতে হয় নাই।  এটা হয়েছে জননেত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব কর্মসুচির জন্য।  তার দূরদর্শিতার জন্য।’

সরকারের উচ্চ পর্যা‌য় চিন্তিত জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশে ধান কাটার শ্রমিক পাওয়া যায় না এবং সেই শ্রমিক পাওয়া যায় না বলেই আজকে ধান করে মানুষের লাভ হচ্ছে না। এ জন্য সরকার খুবই চিন্তিত। সরকার উচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ আমরা চিন্তা করছি।’

‘শুধু আপনাদের বলতে চাই খাদ্য ঘাটতির বাংলাদেশে যেখানে খাদ্য উদ্বৃত্ত করতে পারে, সেখানে আমরা রপ্তানি করলে কৃষক দাম পাবে। এই কৃষকের সমস্যা সাময়িক। এই সমস্যারও সমাধান আমরা করব। কীভাবে করব, কৃষিকে আমরা বাণিজ্যিক কৃষি করব। এই কৃষিকে আমরা বহুমুখী করব। শুধু ধান না অন্যান্য অর্থকরী ফসলের দিকে নিয়ে যাব। এই কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করব। আজ শ্রমিক পাওয়া যায় না। শ্রমিক আর দরকার হবে না। এই যান্ত্রিকীকরণের জন্য আমরা ভর্তুকি দেব।’

কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৮ মে ২০১৯/‌রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়