ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে বাংলা নববর্ষ পয়ল বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। নতুন বছরকে স্বাগত জানাতে চারুকলা অনুষদজুড়ে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

নতুন বাংলা বছর ১৪২৬ সালকে বরণে শিক্ষার্থীদের কার্যক্রমে   শিক্ষকদের পাশাপাশি সহযোগিতা করছেন চারুকলার সিনিয়র (২১তম) ব্যাচের শিক্ষার্থীরা।

আয়োজক কমিটির শিক্ষার্থীদের সমন্বয়ক তন্ময় দেবনাথ রাইজিংবিডিকে জানান, আমাদের কাজ চলছে। আমরা সবাই রাত দিন জেগে কাজ করছি। প্রায় অনেককাংশ কাজ শেষ হয়ে এসেছে।  আশা করছি এবারের আয়োজন খুব ধুমধাম করেই করা যাবে।

তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাও এখন পর্যন্ত যা দেখছি ভালই মনে হচ্ছে। আশা করছি এবার নিরাপত্তাজনিত বা অন্য কোনো সমস্যা হবে না। আমরা সহযোগিতা কামনা করি।

পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ১৯৮৯ সালে এর শুরু। ২০১৬ সালের ৩০ নভেম্বর আমাদের এই মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। তাই মঙ্গল শোভাযাত্রা এখন এক বিশেষ গুরুত্ব বহন করে।

বর্ষবরণের আয়োজনে নানামুখী তৎপরতা চোখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। নানা রঙে, নানা সাজে ও আঁকিবুকিতে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ত্রাণ' কবিতার একটি লাইন- ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে'।

তন্ময় দেবনাথ বলেন, এবারের স্লোগান ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। হিংসা-বিদ্বেষ দূর করে সবার মাঝে কল্যাণ ফিরে আসুক নতুন বছরে, আমরা এ কামনা করি।



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়