ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেনীতে হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু, আটক ১

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীতে হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু, আটক ১

ফেনী প্রতিনিধি : ফেনীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত আবদুল করিম নামে এক যুবলীগ কর্মী মারা গেছেন।

বুধবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। আবদুল করিম সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে ছালা উদ্দিন নামে এক যুবলীগ কর্মীকে দুটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, বুধবার ভোরে ধর্মপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ধর্মপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আজহারুল হক ও বর্তমান চেয়ারম্যান শাখাওয়াত হোসেনের সমর্থকদের মধ্যে হামলা পাল্টা-হামলার ঘটনা ঘটে। হামলায় যুবলীগ কর্মী আবদুল করিম গুরুতর আহত হন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

 

 

রাইজিংবিডি/ফেনী/২৮ জুন ২০১৮/সৌরভ পাটোয়ারী/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়