ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হত্যায় দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হত্যায় দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নগরীর দৌলতপুর থানাধীন গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ (৩২)। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১০ সালের ২২ জুন রাতে দৌলতপুর থানাধীন গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে মোক্তার শেখকে (৩৫) বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তার ছোট ভাই ইব্রাহিম শেখ। নেশার টাকা না পেয়ে তিনি বড় ভাইকে হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহিরা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে এসআই বীরেন্দ্রনাথ সাহা একই বছরের ২৪ সেপ্টেম্বর  ইব্রাহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।



রাইজিংবিডি/খুলনা/২১ আগস্ট ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়