ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ মালোপাড়ার জঙ্গি আস্তানায় সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযানের আগেই আটক করা হয় বাড়ির মালিক মোজাফফর হোসেনকে। রাত পৌনে ৮টার দিকে বাড়িটি ঘিরে রাখার পর অভিযান শুরু হয় এবং রাত সোয়া ১০টার দিকে তা শেষ হয়। এরপর ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান।

ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক মোজাফফর হোসেনকে সন্ধ্যায় শহর থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০টি গ্রেনেডের বডি, ৫০টি সুইচ, ৩১টি ব্রেকার, ১টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৫ লিটার এসিডসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মোজাফফর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি নব্য জেএমবি’র এই অঞ্চলের সংগঠক। তার বাসায় জঙ্গিদের অবাধ যাতায়াত ছিল। তার স্ত্রী ও দুই মেয়ে পুলিশের নজরদারি আছে। প্রয়োজন হলে তাদের  জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে রাত পৌনে ৮টার দিকে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি ইউনিট।


রাইজিংবিডি/যশোর/২৩ অক্টোবর ২০১৭/বিএম ফারুক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়