ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসি সরকারের আজ্ঞাবহ নয় : খুলনায় সিইসি

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসি সরকারের আজ্ঞাবহ নয় : খুলনায় সিইসি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ নয় এবং কমিশনের ওপরে কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

রোববার বিকেলে খুলনা সার্কিট হাউজে হালনাগাদ ভোটার তালিকা সংশোধনকারী কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মশালায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

সিইসি বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সকল দল যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়, সেই মোতাবেক নির্বাচন কমিশন কাজ করছে।

নির্বাচনে সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, সেটা সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

পরে কে এম নুরুল হুদা নগরীর বয়রায় জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক।

রাতে সিইসি খানজাহান আলী (রূপসা) সেতু এলাকা পরিদর্শন করেন। আগামীকাল সোমবার সকালে তার খুলনা ত্যাগ করার কথা রয়েছে। 




রাইজিংবিডি/খুলনা/১৪ জানুয়ারি ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়