ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুকুর খনন করতে গিয়ে ‘জাহাজের’ সন্ধান!

ফরহাদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুকুর খনন করতে গিয়ে ‘জাহাজের’ সন্ধান!

লক্ষ্মীপুর সংবাদদাতা:  লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা উপকূলে পুকুর খনন করতে গিয়ে একটি ‘জাহাজের’ সন্ধান মিলেছে বলে ধারণা স্থানীয়দের।

সম্প্রতি এক কৃষক পরিবার নবনির্মিত বাড়ির পুকুর খননকালে একটি জাহাজের মাস্তুল মাটির নিচ থেকে বেরিয়ে আসে। তবে তা জাহাজেরই কিনা তা নিশ্চিত হতে এলাকার লোকজন টিউবওয়েল মিস্ত্রি দিয়ে ঘটনাস্থলে পাইপ বোরিং করায়। দেখা যায় ১২-১৪ ফুট গভীরে গেলে পাইপ আটকা পড়ে। একইভাবে বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন স্থানে বোরিং করে এলাকার লোকজন ধারণা করেন, এটি বিশাল আকৃতির ‘জাহাজ’।

স্থানীয়দের ধারণা, এটি দুইশ’ বছরের পুরনো পর্তুগিজ জাহাজের মাস্তুল। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো দুর্ঘটনায় জাহাজটি ডুবে থাকতে পারে। পরবর্তীতে আর উদ্ধার সম্ভব হয়নি।  কেউ কেউ ধারণা করছেন, পর্তুগিজ বণিকদের ব্যবহৃত জাহাজ এটি। এতে সে সময়ের অস্ত্রশস্ত্রসহ মূল্যবান ধনরত্নও থাকতে পারে। কৌতুহলী মানুষ প্রতিদিনই মাস্তুলটি দেখতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয়রা সংশ্লিষ্ট রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগে চিঠি পাঠানো হয়েছে।’



রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২১ এপ্রিল ২০১৮/ফরহাদ হোসেন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়