ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘কোরবানির ঈদে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘কোরবানির ঈদে যাত্রা আরো স্বস্তিদায়ক হবে’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত রমজানের ঈদের চেয়ে আসন্ন কোরবানির ঈদ যাত্রা আরো স্বস্তিদায়ক, আরামদায়ক হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। তিনি জানান, আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে এটি প্রস্তুতিমূলক পরিদর্শন।

ওবায়দুল কাদের বলেন, ‘‘রমজানের ঈদের সময় এবার যাত্রা অনেক স্বস্তিদায়ক ছিল। টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো, সেখানে এবার আর সমস্যা হবে না। দেওড়া রেল ওভারপাসের কাজ প্রায় শেষ। গত ঈদের চেয়ে এবারের ঈদে সেখানে যাত্রা আরো ইজি, স্বস্তিদায়ক হবে। আমার মনে হয়, রমজানের ঈদের চেয়ে এবার কোরবানির ঈদে ফোর লেনে যাতায়াত অনেক সুবিধাজনক, স্বস্তিদায়ক হবে।’’

তিনি বলেন, কোরবানি ঈদে গাড়ি ভালো গতি পাবে। কারণ রাস্তা অনেক প্রশস্ত থাকছে। আর এবার ২৩টি নতুন ব্রিজের উপর দিয়ে গাড়ি যাতায়াত করতে পারবে।

মন্ত্রী আরো বলেন, ‘‘ফিটনেসবিহীন গাড়ি পশু বহন করলে রাস্তায় আটকে যায়। এতে যানজটের কারণ হয়। সেটা যাতে না হয় এর জন্য আগেভাগেই এবার প্রস্তুতি শুরু করে দিয়েছি। হাইওয়েতে কোরবানির পশুর হাট বসবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের জানিয়ে দেওয়া হয়েছে।’’

খালেদা জিয়ার আইনজীবী ব্রিটিশ লর্ড সভার সদস্য কার্লাইলকে ভারত থেকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘ভারতে কে আসবে, কে আসবে না, ভারত আসতে কার অনুমতি লাগবে, কীভাবে অনুমতি নিতে হবে, এটা ভারতের নিজেদের নিয়ম-কানুনের বিষয়, ভারতের নিজেদের সিদ্ধান্তের বিষয়। ভারত থেকে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকার কারণে কার্লাইলকে অনুমতি দেওয়া হয়নি। এই অনুমতির ব্যাপারটা সম্পূর্ণ ভারত সরকারের আভ্যন্তরীণ বিষয়। এখানে বাংলাদেশ সরকারের সম্পৃক্ততা নেই।’’

আসন্ন তিন সিটি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘খুলনা, গাজীপুরে আমরা আচরণবিধি লঙ্ঘন করিনি। আমি আবারও আশ্বস্ত করতে চাই নির্বাচন কমিশনের নিয়মকানুন, আচরণবিধি আমরা সরকারি দলের পক্ষ থেকে সব মেনে চলব। এবং আগামী তিনটি (রাজশাহী, বরিশাল ও সিলেট) সিটি কর্পোরেশন নির্বাচনও নিরপেক্ষ এবং অবাধ হবে। সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হবে না।’’ 

এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. গাউছুল হাসান মারুফসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/গাজীপুর/১৩ জুলাই ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়