ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঈশ্বরদীতে যুবলীগ কর্মী হত্যায় নেতা রাজিব কারাগারে

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈশ্বরদীতে যুবলীগ কর্মী হত্যায় নেতা রাজিব কারাগারে

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর যুবলীগ কর্মী আলম হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ঈশ্বরদীর যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলার অন্যতম আসামি উপজেলা যুবলীগ সভাপতি রাজিব সরকার সোমবার সকালে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আবু বাছেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাজিব ও তার বাহিনী। ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১১ দিন পর গত ২১ আগস্ট আলম মারা যান। এ ঘটনায় আলমের স্ত্রী রূপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যুবলীগ নেতা রাজিব সরকার ওই মামলার প্রধান আসামি।



রাইজিংবিডি/পাবনা/২৩ জুলাই ২০১৮/শাহীন রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়