ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাশ্মীর : জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন করবে তুরস্ক

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর : জাতিসংঘে পাকিস্তানকে সমর্থন করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের দীর্ঘস্থায়ী সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানকে তুরস্ক সম্পূর্ণ সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে।

শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর পাকিস্তান সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘কাশ্মীর প্রশ্নে জাতিসংঘে যে গ্রুপ গঠিত হয়েছে সেখানে আমরা পাকিস্তানের পাশে দাঁড়াব এবং তাদের প্রচেষ্টাকে সফল করতে চেষ্টা চালাব।’

মেভলুত কাভুসোগলু জানান, তুরস্ক চায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হোক।

কাশ্মীর প্রশ্নে জাতিসংঘে পাকিস্তান যে প্রস্তাব আনতে যাচ্ছে তাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

শাহ মেহমুদ বলেন, ‘জাতিসংঘে কাশ্মীরের ওপর একটি আলাদা কনফারেন্স হবে। এটি প্রতিবছরই হয়। তবে এবারেরটি আলাদা। কারণ এবার ভারত অধিকৃত কাশ্মীরের ওপর জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’

তথ্য : ডন নিউজ




রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়