ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদের নেতৃত্বে সরকার হবেই : টেপা

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদের নেতৃত্বে সরকার হবেই : টেপা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘বর্তমান পরিস্থিতিতে অশান্তি থেকে মুক্তি পেতে হুসেইন মুহম্মদ এরশাদের বিকল্প নাই। দেশের মানুষ আশা করে সাবেক রাষ্ট্রপতির নেতৃত্বে একটি সরকার। তার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনিই পারবেন শান্তিময় নতুন বাংলাদেশ গড়তে। আগামী নির্বাচনে এরশাদের নেতৃত্বেই সরকার গঠিত হবেই।’

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা।

সাহিদুর রহমান টেপা আরো বলেন, ২০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জোটের মহাসমাবেশ। সমাবেশ সফল করতে আমরা প্রস্তুত। শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, রাজধানী ঢাকায় এরশাদপ্রেমিকের ঢল নামবে। মহাসমাবেশ প্রমাণ করবে, জাতীয় পার্টির জোট ক্ষমতা নিতে প্রস্তুত।

জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে ও সহ-সভাপতি এ বি এম লিয়াকত হোসেন চাকলাদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কৃষক পার্টির সহ-সভাপতি শেখ আলমগীর হোসেন, ইসহাক ভুইয়া, কাজী জামাল উদ্দিন, হাফিজুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুছ মানিক।

সভায় জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, আবুল কালাম, আবু তাহের, মো. মহিউদ্দিন, মো. দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

রোববার প্রস্তুতি সভা :
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ১৫ অক্টোবর রোববার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাকরাইলে জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় কমিটির প্রস্ততি সভা হবে।

সভায় প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৮/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়