ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগর পুলিশের আকবর শাহ থানার ওসি জসীম উদ্দীনসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন রুবি বেগম নামে এক নারী।

রুবি আক্তার তার স্বামী আবুল কাশেম প্রকাশ আলমগীরকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ জজ আকবর হোসেন মৃধার আদালতে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত অন্যরা হলেন- আকবর শাহ থানার এসআই মো. আলাউদ্দীন, এসআই আশহাদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আবু বকর ছিদ্দিক ও কনস্টেবল মো. নুরুল আলম।

নগরীর ফিরোজশাহ কলোনী এলাকার মো. আবুল কাশেম প্রকাশ আলমগীরের কাছ থেকে চাঁদা না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ আনা হয়েছে আদালতে।

বাদীপক্ষের আইনজীবী ফজলুল করিম ভুইয়া আদালতে অভিযোগ দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, তারা আদালতে এজাহার জমা দিয়েছেন। অভিযোগের স্বপক্ষে সেখানে অনেক তথ্য-প্রমাণ উল্লেখ করা হয়েছে। এতে ছয় জনকে সাক্ষী করা হয়েছে। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে আগামী ২৪ অক্টোবর শুনানির দিন ধার্য্য রেখেছেন আদালত।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ অক্টোবর ২০১৮/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়