ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শনিবার চট্টগ্রামে সমাহিত হবেন আইয়ুব বাচ্চু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার চট্টগ্রামে সমাহিত হবেন আইয়ুব বাচ্চু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী শনিবার বাদ আসর চট্টগ্রামে জানাজা শেষে নগরীর বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত হবেন ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড আইয়ুব বাচ্চু।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আইয়ুব বাচ্চুর জানাজা শেষে তাকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

সিটি মেয়র জানান, আইয়ুব বাচ্চুর মরদেহ শনিবার চট্টগ্রাম নিয়ে আসা হবে। এর পর বাদ আসর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখানেই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। এর পর আইয়ুব বাচ্চুর ইচ্ছে অনুযায়ী নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার বাইশ মহল্লা চৈতন্যগলি কবরস্থানে মায়ের কবরের পাশেই আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হবে।

আইয়ুব বাচ্চুকে চট্টগ্রাম আনা থেকে জানাজা ও সমাহিত করা পর্যন্ত যাবতীয় সব কিছুই করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ অক্টোবর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়