ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কুমারখালী মুক্ত দিবস পালিত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমারখালী মুক্ত দিবস পালিত

কুষ্টিয়া সংবাদদাতা : বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,  আলোচনা সভাসহ নানা অয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে কুমারখালী পৌরসভা, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, সেক্টর কমান্ডারস ফোরাম,  মুক্তিযুদ্ধ ৭১ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শেষে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতাদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের আজকের দিনে দিনে কুমারখালী উপজেলা পাক হানাদার মুক্ত হয়। সেই থেকে ৯ ডিসেম্বর কুমারখালী হানাদার মুক্ত দিবস পালন করা হয়।



রাইজিংবিডি/কুষ্টিয়া/৯ ডিসেম্বর ২০১৮/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়