ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো- ন-১৪-৬৮২৩) আটক করা হয়।

রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মো. সালাদ্দিন খানের ছেলে মাসুম খান (২২) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে মো. নাজমুল হোসেন (২০)।

গোয়েন্দা পুলিশ উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ৫ তারিখ থেকে তাদের বিশেষ অভিযান শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস এলাকা হতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/৯ ডিসেম্বর ২০১৮/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়