ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘জামায়াতের আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল’

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জামায়াতের আগেই ক্ষমা চাওয়া উচিত ছিল’

কুষ্টিয়া সংবাদদাতা : ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ বিষয়ে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,  জামায়াতে ইসলামীর অনেক আগেই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।

আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন. একাত্তর সালে জামায়াত ইসলামীর ভূমিকা ছিল স্বাধীনতার বিপক্ষে, দেশের জনগণের বিপক্ষে। জামায়াতে ইসলামী এ দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনা বাহিনীর সঙ্গে গণহত্যা চালিয়েছিল। নারী নির্যাতন করেছিল এবং ঘরবাড়ি আগুনে পুড়িয়েছিল। এই অপরাধের জন্য জামায়াতে ইসলামীর নেতাদের বিচারের দাবি ছিল জনগণের। সেই বিচার চলছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য দেশের মানুষের কাছে ‘ক্ষমা না চাওয়ায়’ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। যুক্তরাজ্যে অবস্থানরত আব্দুর রাজ্জাক আজ শুক্রবার ঢাকায় দলের কাছে তার পদত্যাগ পাঠিয়েছেন।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১৫ ফেব্রুয়ারি ২০১৯/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়