ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চিটাগাং চেম্বারে নতুন নেতৃত্ব

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৯, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিটাগাং চেম্বারে নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০ এবং ২০২০-২১ মেয়াদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

সোমবার চিটাগাং চেম্বার নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাহজাদা ফৌজুল মবিন খানের সভাপতিত্বে ও একেএম আক্তার হোসেনের পরিচালনায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলমকে সভাপতি, ওমর হাজ্জাজ সিনিয়র সহ-সভাপতি ও তরফদার মো. রুহুল আমিনকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
 


প্রসঙ্গত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক নির্বাচনের লক্ষ্যে ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ৫ মে বেলা ১টায় শেষ হয়। এ সময়ের মধ্যে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট গ্রুপে ৬টির বিপরীতে ৬জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রুপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়।

পরবর্তীতে ১৯ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে অর্ডিনারি ক্যাটাগরিতে ২ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় নির্বাচন কমিশন অন্য প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ মে ২০১৯/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়