ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জিততে নিউজিল্যান্ডের চাই ২৪২ রান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৯ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিততে নিউজিল্যান্ডের চাই ২৪২ রান

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের এবারের আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে তারা। জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ২৪২ রান।

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানেই কুইন্টন ডি ককের উইকেট হারায় তারা। এরপর ছোট ছোট জুটিতে ২৪১ রান পর্যন্ত যেতে পারে প্রোটিয়ারা।

ব্যাট হাতে অবশ্য হাশিম আমলা ও ফন ডের ডুসেন হাফ সেঞ্চুরি করেছেন। আমলা ৮৩ বল খেলে ৪ চারে ৫৫ রান করেন। ডুসেন ৬৪ বল খেলে ২ চার ও ৩ ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া এইডেন মার্করাম ৩৮ ও ডেভিড মিলার ৩৬ রান করেন। ২৩টি রান আসে অধিনায়ক ফাপ ডু প্লেসিসের ব্যাট থেকে।

বল হাতে নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ড তাদের চার ম্যাচের তিনটিতে জিতেছে। একটিতে বৃষ্টির কারণে ভারতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে। ৭ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়