ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জনপ্রিয়তা পাচ্ছে এয়ারটেলের ইয়োন্ডার মিউজিকের থিম সং

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রিয়তা পাচ্ছে এয়ারটেলের ইয়োন্ডার মিউজিকের থিম সং

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইনে সম্প্রতি মুক্তি পাওয়া এয়ারটেলের ইয়োন্ডার মিউজিকের থিম সং এর ভিডিও।

শূন্য ব্যান্ড দলের গাওয়া ও বাংলাদেশের জন্য তৈরি করা ভিডিওটি ১০ দিনের মধ্যে ১ মিলিয়ন বার দেখা হয়েছে। প্রথমবারের মতো কোনো গানে ‘শূন্য’ ব্যান্ডের চারজন একটি গান একসঙ্গে গেয়েছেন বলেই এতটা জনপ্রিয়তা পাওয়া গেছে বলে ধারণা করছেন গানটির সুরকার ফুয়াদ আল মুক্তাদির।

ফুয়াদ আল মুক্তাদির তার গান নিয়ে আরো বলেন, সঙ্গীতের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে অন্যান্য শিল্পীর সঙ্গে একসঙ্গে কাজ করা। ‘শূন্য’ ব্যান্ড হিসেবে অত্যন্ত দক্ষ। তাই এই গানটি বানানোর সময় আমরা সুন্দর একটি সময় পার করেছি। আমি বিশ্বাস করি এটি একটি মাইলফলক। কেননা এটি বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের গান শোনার জায়গায় প্রথম স্থানের থিম সং।

ইয়োন্ডার মিউজিকের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম বলেছেন, ইয়োন্ডার মিউজিক শুরু থেকেই বাংলাদেশের সঙ্গীত প্রেমীদের জন্য বাংলাদেশের সেরা সঙ্গীতকে তাদের কাছে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। এজন্য আমরা নিজদের থিম সং নিয়ে খুবই গর্বিত। এর মাধ্যমে আমরা সকলে একত্রিত হতে পারি। দর্শকদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া নিয়ে আমরা অনুপ্রাণিত। এই গানটি তাদের জন্য নিয়ে আসতে পেরে আমরা সন্তুষ্ট।

গানটি দেখতে -

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়