ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসলামী ব্যাংকে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন সভা অনুষ্ঠিত

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামী ব্যাংকে ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো 'ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ।

শনিবার রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে এ আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সব কার্যক্রমে শতভাগ শরীআহ পরিপালন নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করছে। এ সময় তিনি শরীআহ পরিপালনে সচেতনভাবে কার্যক্রম পরিচালনা করতে গ্রাহক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শরীআহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন। এছাড়াও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস ও শাখা প্রধান মোহাম্মদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ভাইস প্রেসিডেন্ট রুহুল আমীনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রশ্নোত্তর পর্বসহ ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।   

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/নাসির/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়