ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাণিজ্য মেলায় ওয়ালটন গেমিং কিবোর্ড ও মাউস বিক্রির ধুম

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ওয়ালটন গেমিং কিবোর্ড ও মাউস বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক : কম্পিউটার বা ল্যাপটপে যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন নিয়ে এসেছে গেমিং কিবোর্ড ও মাউস। আর মেলার শেষের দিকে এসে এই আকর্ষণীয় কিবোর্ড বিক্রিতে ব্যপকভাবে সারা পাওয়া যাচ্ছে বলে জানান ওয়ালটন প্যাভিলিয়নের কর্মকর্তারা।

এই কিবোর্ডে কি কি সুবিধা পাওয়া যাবে- এ প্রশ্নের জবাবে ওয়ালটন প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মকর্তা আশিস কুমার ঘোষ বলেন, ‘এবার বাণিজ্য মেলায় ওয়ালটনের চারটি মডেলের কিবোর্ড আনা হয়েছে। এর মধ্যে দুইটি গেমিং কিবোর্ড WKG001WB Pro এবং WKG002WB, একটি ডেস্কটপ কিবোর্ড (মডেল WKS001WN) এবং একটি ল্যাপটপ কিবোর্ড (মডেল WKC001WN)। এই গেমিং কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারবেন এই কিবোর্ড। এছাড়া সব ধরনের ইউএসবিযুক্ত ডিভাইস সাপোর্ট করবে ওয়ালটনের কিবোর্ড ও মাউস।’

তিনি আরো বলেন, ‘ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের নতুন একটি গেমিং কিবোর্ড এবং দুটি মডেলের অপটিক্যাল মাউস এনেছে ওয়ালটন। WKG001WB Pro মডেলের নতুন গেমিং কিবোর্ডের ডাইমেনশন ৪৬৫x১৬৫x৩৫ মিমি। যা নয়টি ভিন্ন রঙ্গের ব্যাকলাইট সমৃদ্ধ। কিবোর্ডটিতে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি বাটন রয়েছে। ওয়ালটনের এই গেমিং কিবোর্ডের ওপরের কভারে ব্যবহার করা হয়েছে সোনালি রঙের অ্যালুমিনিয়াম অ্যালয়। দাম ১ হাজার ৪৯০ টাকা।

 



এছাড়া WKG002WB মডেলের গেমিং কি বোর্ডেও রয়েছে প্রায় একই রকম সুবিধা। ভালোমানের সাশ্রয়ী মূল্যের এই গেমিং কিবোর্ড ডাইমেনশন ৪৭০x১৯৫x৩২ মিমি। যা তিনটি ভিন্ন রঙের ব্যাকলাইট সমৃদ্ধ। কিবোর্ডটিতে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি বাটন রয়েছে। এতে একসঙ্গে ১৯টি বাটন কাজ করে। তিনটি রঙের অ্যানিমেটেড ব্যাকলাইট সমৃদ্ধ কিবোর্ডটি অত্যন্ত সুদৃশ্য। দাম ১ হাজার ৫০ টাকা।’

তিনি বলেন, ‘ওয়ালটনের এলইডি গেমিং মাউসের মধ্যে রয়েছে দুটি মডেল। এর একটি WMG001WB। ৭ডি বাটনসমৃদ্ধ তিনটি ব্যাকলাইট কালারের এই মাউসের দাম ৫৬০ টাকা।

ডিপিআই ৮০০/১২০০/১৬০০ সমৃদ্ধ মাউসটির বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, স্ক্রলিং, ডিপিআই, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এবং ফায়ারএক্স২। ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো ডিপিআই পরিবর্তন করে নিতে পারবেন। এবং WMG002WB মডেলের অন্য গেমিং মাউসটির দাম ৫৫০ টাকা সঙ্গে আছে পাঁচ শতাংশ বিশেষ ছাড়। ৬ডি বাটনসমৃদ্ধ এই মাউসের ডিপিআই ৬০০/৮০০/১২০০/১৬০০। এর বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, স্ক্রলিং, ডিপিআই, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড।

 



এছাড়াও ওয়ালটন বাজারে ছেড়েছে দুই মডেলের স্ট্যান্ডার্ড কিবোর্ড। সিল্ক প্রিন্টিং ও ইউভি কোটিংয়ের কিবোর্ড দুটির একটির বাটনসংখ্যা ১০৪। যার দাম ৪৯০ টাকা। মিনি কি-বোর্ডের অন্য মডেলটির বাটনসংখ্যা ৮৮। দাম ৩৯০ টাকা।

এছাড়া সাধারণ মাউস পাওয়া যাচ্ছে ২৭০ ও ২৫০ টাকায়। সঙ্গে আছে মেলা উপলক্ষে পাঁচ শতাংশের বিশেষ ছাড়। সব মডেলের কি-বোর্ড ও মাউসে থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

মিরপুর থেকে আসা রেহানুল ইসলাম বলেন, ‘বাণিজ্য মেলায় এসেছি ওয়ালটন কিবোর্ড কেনার জন্য। এই কিবোর্ডের খুব ভালো প্রসংশা শুনেছি তাই কিনতে আসলাম।’

তিনি বলেন, ‘অনেকক্ষণ ধরে ওয়ালটনের সব কয়টি মডেলের কিবোর্ড দেখছি। আমার কাছে খুব ভালো মনে হচ্ছে WKG001WB Pro মডেলের নতুন গেমিং কিবোর্ডটা। দামের দিক থেকে অনেক সাশ্রয়ী এবং মান ও খুব ভালো। মেটাল বডি হওয়ায় এটি পরে গেলেও রিস্ক নেই। আর নয়টি ভিন্ন রঙের ব্যাকলাইট সমৃদ্ধ। ওয়ালটনের এই থিমটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে।’

 



বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের (নম্বর-২৩) সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী, ওয়ালটন বাজারে ছেড়েছে দুই মডেলের গেমিং কিবোর্ড ও মাউস। এই কিবোর্ডে রয়েছে বিশেষ গেমিং বাটনসহ মোট ১০৪টি করে বাটন। উচ্চমানের এই কিবোর্ডে একসঙ্গে ১৯টি বাটন কাজ করে।

তিনি বলেন, ‘কম্পিউটার বা ল্যাপটপে যারা কাজ করেন বা গেম খেলতে পছন্দ করেন। তাদের কথা মাথায় রেখেই ওয়ালটন বাঁজারে নিয়ে এসেছে এই গেমিং কিবোর্ড ও মাউস। যা ব্যবহারকারীকে দেয় নতুন অভিজ্ঞতা। গেম খেলায় আনে স্বাচ্ছন্দ।’

তিনি বলেন, ‘বাণিজ্য মেলার শুরু থেকেই কিবোর্ড ও মাউসের প্রতি ক্রেতাদের খুব বেশি আগ্রহ দেখা গেছে। এবং অধিকাংশ দর্শণার্থী কিনে নিয়ে যাচ্ছেন এই গেমিং কিবোর্ড। সাশ্রয়ী দাম ও মেলা উপলক্ষে বিশেষ ছাড়ের কারণে ক্রেতাদের বারতি আগ্রহ দেখা গেছে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৭/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়