ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সামীম মোহাম্মদ আফজাল। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তিনি এ পদে নিযুক্ত হন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

সামীম মোহাম্মদ আফজাল জাতীয় পে স্কেল-২০০৯ থেকে বিসিএস (জুডিশিয়াল ক্যাডারের) গ্রেড-১ কর্মকর্তা। বর্তমানে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত। তিনি ১৯৮৩ সালে সহকারী জজ হিসেবে সিলেটে কর্মজীবন শুরু করেন।

তিনি দেশের বিভিন্ন জেলায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ, সাব জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ও সেশন্স জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি লাভ করেন। 

গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে প্রাক্তন সচিব আরাস্তু খান এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান পদ থেকে প্রাক্তন সচিব সৈয়দ মনজুরুল ইসলামও পদত্যাগ করেন। মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। পদত্যাগপত্রে উভয়েই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

 সভা থেকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে চেয়ারম্যান করা হয়েছে। আরেক স্বতন্ত্র পরিচালক শামীম মোহাম্মদ আফজালকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়