ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রিটার্নের শেষ দিন ৩০ নভেম্বর, মেলা ১৩ নভেম্বর

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিটার্নের শেষ দিন ৩০ নভেম্বর, মেলা ১৩ নভেম্বর

অর্থনৈতিক প্রতিবেদক : আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। নির্দিষ্ট সময়ের মধ‌্যে করদাতাদের কাছ থেকে কর প্রাপ্তি নিশ্চিত করতে ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা। রিটার্ন দাখিলের শেষ দিন অর্থ‌্যাৎ ৩০ নভেম্বর উদযাপন হবে আয়কর দিবস।

করজাল বৃদ্ধি ও বড় অংকের রাজস্ব আহরণের লক্ষ্য নিয়ে এবার জাতীয় আয়কর মেলা আটটি বিভাগীয় শহরসহ ১৬৬টি স্থানে শুরু হবে। এর মধ‌্যে আগামী ১৩ থেকে ১৯ নভেম্বর বিভাগীয় শহরে ৭ দিন, ৫৬ জেলা শহরে ৪ দিন, ৩২ জেলায় ২ দিন ও ৭০ উপজেলায় ১ দিনব্যাপী ভ্রাম্যমাণ মেলা উদযাপন হবে। ৩০ নভেম্বর আয়কর দিবসে দেশব্যাপী অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‌্যালি।

নবম আয়কর মেলা উপলক্ষ‌্যে এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরো প্রস্তুতি শুরু করেছে। বিগত দুই বছর ধরে কেন্দ্রীয়ভাবে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে মেলা অনুষ্ঠিত হলেও আবার ফিরে আসছে বেইলী রোডে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে।

কারণ হিসেবে এনবিআর বলছে, মেট্রোরেলের কাজ চলমান থাকায় যানজট এড়াতেই এ ধরণের সিদ্ধান্ত। করদাতাদের সেবা প্রদানের ক্ষেত্রে অফিসার্স ক্লাবের পাশাপাশি একই ধরণের সেবা পাওয়া যাবে কর অঞ্চলের সার্কেল অফিসগুলোকেও। মেলায় নতুন সংযোজন হিসেবে এবার থাকছে ‘ভিজ্যুয়াল পদ্ধতিতে’ কর প্রশিক্ষণ।



রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়