ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বৃহস্পতিবার

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ‘১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯’ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

এদিন দুপুর সাড়ে ১২টায় হোটেল র‌্যাডিসনে এ মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারিখাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, আইপিএফ-১৮ এর কো-অর্গানাইজার ইয়র্কার ট্রেড এবং মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেড-এর প্রেসিডেন্ট জুডি ওয়াং।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)  চারদিনব্যাপী এ মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, প্লাস্টিক শিল্পের সবাইকে এক ছাদের নিচে এনে পরিচিত করার পাশাপাশি সবাইকে প্লাস্টিক পণ্যগুলো তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক এই মেলায় চীন, ভারতসহ মোট ১৯টি দেশ অংশ নেবে। এতে মোট ৪৮০টি কোম্পানির মোট ৭৮০টি স্টল থাকবে। 

মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ালটনসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করবে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/নাসির/আরেফিন/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়