ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাণিজ্য মেলায় ৮ শতাংশ ছাড় ওয়ালটন রাইস কুকারে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্য মেলায় ৮ শতাংশ ছাড় ওয়ালটন রাইস কুকারে

ছবি : শাহীন ভূঁইয়া

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বরিশাল থেকে এসেছেন শাহীনা ইয়াসমিন। অনুষ্ঠান শেষ করে বাণিজ্য মেলায় ঘুরতে আসেন তিনি। আত্মীয়-স্বজনদের নিয়ে রোববার দুপুরে চলে আসেন মেলায়। মেলায় ঘুরতে এসে তার নজর কাড়ে ওয়ালটন রাইস কুকার। নিয়েও নিলেন একটি।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে কথা হয় শাহীনা ইয়াসমিনের সঙ্গে। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘অনেক দিন পরে ঢাকায় আসলাম। চিন্তা করলাম সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হই। যেহেতু বাণিজ্য মেলা চলছে তাই চলে এলাম এখানে। এসেই প্রথম চলে আসি ওয়ালটন প্যাভিলিয়নে। আগে সব ঘুরে দেখি, খুব ভালো লেগেছে তাদের প্যাভিলিয়নটি। সব প্রোডাক্টগুলো খুব সুন্দর। তবে বেশি ভালো লেগেছে রাইস কুকার। দেরি না করে কিনেছিও একটি।’

মেলা থেকে কেন নিলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেলায় প্যাভিলিয়ন থেকে নেওয়ার কারণ ৮ শতাংশ ছাড় পেয়েছি। নতুন মডেল দেখতে অনেক সুন্দর। রাইস কুকারটি মাকে দেব। আমাদের গ্রামের বাড়ি বরিশালে। মা সেখানেই থাকেন। মা যে এলাকায় থাকেন একদম গ্রামের এলাকা। বলতে গেলে সব রান্নাই মাটির চুলায় করতে হয়। তাই মায়ের জন্য রাইস কুকার কিনেছি।’



এদিকে ওয়ালটন প্যাভিলিয়নে আসা অন্য ক্রেতা বেসরকারি চাকরিজীবী আতিকুল ইসলাম বলেন, ‘আমি ব্যাচেলর। ছোট্ট একটি বাসা নিয়ে একা থাকি। নিজেই সারা দিন অফিসের কাজ শেষে বাসায় এসে রান্না করি। রান্নার কাজটা একটু সহজ করতেই রাইস কুকার কেনা। আর দামটাও এখন হাতের নাগালে।’

তিনি আরো বলেন, অনলাইনে দেখেছিলাম ওয়ালটনের বিভিন্ন মডেলের রাইস কুকার। এসব পণ্যের দাম অনেক কম, দেখতেও অনেক সুন্দর। যে কারোরই পছন্দ হবে। তাই মেলায় এসেছি কেনার জন্য। এখানে আবার সব ধরনের রাইস কুকারেই ৮ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই ছাড়ের কথা শুনে খুবই ভালো লেগেছে। আর অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়ালটন দেশীয় পণ্য। দেশের উন্নয়নের জন্য সবার উচিত ওয়ালটনের পণ্য কেনা।’

রাইস কুকার সম্পর্কে ওয়ালটন প্যাভিলিয়ন সমন্বয়ক মোস্তফাজ্জামান বলেন, ওয়ালটন রাইস কুকারের কিছু মডেলে অনেক নতুন নতুন কিছু প্রযুক্তির ছোঁয়া দেওয়া হয়েছে। এই কুকারে টাইম দিয়ে রান্না করা যায়। যদি কেউ রাত ১০টায় রান্না করতে চায় তাহলে কুকারে সবকিছু দিয়ে রাখলে রাত ১০টায় অটোমেটিক রান্না হয়ে যাবে। রান্না হয়ে যাওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে রাইস কুকার বন্ধ হয়ে যায়। সকালে অফিসে যাওয়ার সময় ভাত রান্না করতে দিয়ে গেলে দুপুরে বা বিকেলে এসেও খাওয়া যাবে। এবারের বাণিজ্য মেলায় ওয়ালটনের ১০টি মডেলের রাইস কুকার পাওয়া যাচ্ছে। এর মধ্যে বড় আকারের ২ দশমিক ৮ লিটার এবং ছোট আকারের ১ লিটার এর রাইস কুকার রয়েছে।



বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর বলেন, ওয়ালটন বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক কোম্পানি। দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে আরো সহজ ও উন্নত বিশ্বের মত অত্যাধুনিক করা যায়, এ বিষয়ে ওয়ালটন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন নতুন গৃহস্থালী পণ্য এনে ওয়ালটন দেশের মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়