ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

এনবিআরের সার্ভার হ্যাকের ঘটনা দুঃখজনক : অর্থমন্ত্রী

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২৭ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনবিআরের সার্ভার হ্যাকের ঘটনা দুঃখজনক : অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারের নিরাপত্তা আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, প্রযুক্তি যেভাবে অগ্রসর হচ্ছে সেভাবে নিরাপত্তা বাড়ানো হচ্ছে না। এ কারণে মাঝে মধ্যে এমন বিপর্যয় আসে। এ বিষয়ে আমাদের আরো সাবধান হতে হবে।

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এনবিআরের সার্ভারে অনুপ্রবেশ বা হ্যাকিংয়ের ঘটনা তুলে ধরে বুধবার একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, কাস্টমস কর্মকর্তাদের সরকারি আইডি ও পাসওয়ার্ড চুরি করে পণ্য পাচারে জড়িত সংঘবদ্ধ একটি চক্র তিন বছরের বেশি সময় ধরে এই সার্ভারের অবৈধ ব্যবহার করেছে। আর এ সময়ে চক্রটি শত শত কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নিয়ে গেছে।

এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি দেখেছি। এটা আগেও হয়েছে। আজকে অফিসে গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব। কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব।’

তিনি বলেন, ‘আমরা মনে হয়, আগে থেকেই আমাদের এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার ছিল।’

অর্থমন্ত্রী বলেন, ‘টেকনোলজি যত ডেভেলপ করবে এই বিপদগুলো তত থেকে যাবে। আমরা আমাদের টেকনোলজি শুধু বাড়াচ্ছি, কিন্তু এগুলোর সেফটি-সিকিউরিটি বাড়াচ্ছি না। প্রত্যেকটির পেছনে একাধিক ফায়ারওয়াল রাখতে হবে। একটা ভাঙতে পারলে আরেকটা...। আমরা যেন সিকিউরড থাকি। ওই ওয়ালগুলো আমাদের তৈরি করতে হবে।’

এনবিআরে এই ঘটনার শুরু ২০১৬ সালে, এ তথ্য জানাতেই তিনি বলেন, ‘এটা একইরকমভাবে হচ্ছে। অফিসারদের আইডি ইউজ করে কনসাইনমেন্টগুলো রিলিজ করা হয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘ওই এলাকাকে তো তারকাঁটার বেড়া দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। দূর থেকে আইডি কার্ড ইউজ করে পারবে না। ভেতরে যেতে হবে সার্ভারে ঢুকতে হলে। আমার মনে হয়, সার্ভার আরো অনেক বেশি সংরক্ষিত হওয়া দরকার। এমন ঘটনা আমাদের জন্য সত্যি দুঃকজনক।’



রাইজিংবিডি/ঢাকা/২৭ মার্চ ২০১৯/হাসনাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়