ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওয়ালটনে বর্ষবরণ উৎসব

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনে বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ -১৪২৬ (বর্ষবরণ) উদযাপন উপলক্ষে আনন্দে মেতেছে দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন পরিবার।

সোমবার রাজধানীর বসুন্ধরায় প্রতিষ্ঠানের কর্পোরেট অফিসে ওয়ালটন কর্পোরেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বেশ কয়েকটি খেলা। যার মধ্যে রয়েছে, মোরগ লড়াই (পুরুষ), সুঁই-এ সুতা (নারী), চামুচে মার্বেল (পুরুষ), চামুচে মার্বেল (নারী), বালিশ খেলা (নারী), হাঁড়ি ভাঙ্গা।

এসব খেলায় অংশগ্রহণের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীরা আনন্দে মেতেছিলেন সারাদিন। দিনশেষে এসকল খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম ও পরিচালক এসএম মাহবুবুল আলম।
 


এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ ও ক্রিকেটার মোশাররফ রুবেলসহ ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া পুরস্কার বিতরণ শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এসব খেলায় যারা বিজয়ী হয়েছেন- পর্যায়ক্রমে (১ম, ২য়, ৩য়) - মোরগ লড়াই (পুরুষ) – মো. সজিব, মো. মিনহাজ, আরিফুল ইসলাম। সুঁই-এ সুতা (নারী) – নুসরাত জাহান, কানিজ, সালমা।  চামুচে মার্বেল (নারী) – তাসনিয়া, নুসরাত জাহান, সালমা আফিয়া। চামুচে মার্বেল (পুরুষ) – হারুনুর রশিদ, বিকাশ, শফিক। বালিশ খেলা (নারী)- সালমা, জুঁই, তাসনিম খান।

হাঁড়ি ভাঙ্গা- নির্বাহী পরিচালক সজীব, রায়হান, নজরুল।

হাস্যরস- শাহারিয়ার মোর্শেদ, জন ও ফিরোজ আলম (যৌথভাবে), শিলা।

এছাড়া বিশেষ পুরস্কার লাভ করেন- নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, এস এম জাহিদ হাসান, এমদাদুল হক সরকার ও শওকত।






রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/নাসির/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়