ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেকৃবির হলগুলোতে চলছে সিট বাণিজ্য

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবির হলগুলোতে চলছে সিট বাণিজ্য

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রনেতাদের তত্ত্বাবধানে চলছে সিট বাণিজ্য। বিভিন্ন হলের ছাত্রনেতারা বহিরাগতদের কাছে সিট ভাড়া দিচ্ছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, হলগুলোর বিভিন্ন সিটে থাকছেন বহিরাগত, অছাত্র ও চাকরিজিবী। ফলে যথাসময়ে সিট পাচ্ছেন না নিয়মিত ছাত্রছাত্রীরা। তাদের দুই থেকে আড়াই বছর হলের গণরুমে থাকতে হচ্ছে। হলে বহিরাগত ও প্রাক্তন শিক্ষার্থীরা বেশকিছু সিট দখল করে আছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা।

কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বেশকিছু বহিরাগত ব্যক্তি হলের সিট দখল করে আছেন। তাদের কেউ কেউ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা অথবা চাকরি করেন।

তারা আরো অভিযোগ করেন, বিভিন্ন হলের বেশকিছু রুমে সিট খালি পড়ে আছে। কিছু রুমে বহিরাগতদের নিয়ে নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবনের আসর বসে।

নবাব সিরাজদ্দৌলা হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এক রুমে প্রায় ৭০ জন ছাত্র থাকি। পড়ার কোনো পরিবেশ এখানে নেই। এ ছাড়া হলে শিক্ষার্থীদের জন্য কোনো রিডিং রুম নেই। শেরেবাংলা হল ও শেখ ফজিলাতুননেসা মুজিব হলেও নিয়মিত শিক্ষার্থীরা আবাসন সুবিধা পাচ্ছে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন রাইজিংবিডিকে বলেন, ‘কিছু কিছু বহিরাগত এখানকার শিক্ষার্থীদের আত্মীয় পরিচয়ে সিট দখল করে আছেন। তাদের কারণে হলের পরিবেশ নষ্ট হচ্ছে, এমন অভিযোগও আছে। ভিসি স্যার এবং হল প্রভোস্টদের সঙ্গে নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলা হলের প্রভোস্ট ড. মোহম্মদ ইসহাক বলেন, ‘ছয়-সাত মাস আগে বহিরাগতদের হল ত্যাগের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারা প্রভাবশালী ছাত্রনেতাদের ভাড়া দিয়ে এসব সিটে থাকে। প্রশাসন, ছাত্র, শিক্ষক-সবাইকে নিয়ে এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদ রাইজিংবিডিকে বলেন, ‘হলে বহিরাগতদের সিট ভাড়ার বিষয়ে এর আগেও অভিযোগ পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এ সমস্যা সমাধানের পদক্ষেপ নেব।’



রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৭/আকাশ বাসফোর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়