ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বন্যা দুর্গতদের পাশে শেকৃবি

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যা দুর্গতদের পাশে শেকৃবি

শেকৃবি প্রতিনিধি : দেশের বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সাহায্যের উদ্দ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। যার পরিমাণ প্রায় আট লাখ টাকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মাসের বৃত্তির ২০০ টাকা এই তহবিলে দিতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, শিক্ষার্থীরা প্রতি মাসে ২০০ টাকা বৃত্তি পান। শিক্ষার্থীরা এই পরিমাণ টাকা দিতে রাজি হয়েছেন। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় তিন লাখ টাকা উঠবে।

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বিষয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী।

তিনি বলেন, ‘বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসেবে নগদ টাকা, চাউল, চিড়া, চিনি, আলু, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট দেওয়া হবে। পশু চিকিৎসাসহ সবজি চারা, ধানের চারাও পর্যায়ক্রমে বিতরণের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. রুহুল আমিন, এ এস ভি এম অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রফেসর মো. রফিকুল ইসলাম, চৌধুরী এম সাইফুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/আকাশ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়