ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টিএসসি বন্ধের সময় বাড়বে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিএসসি বন্ধের সময় বাড়বে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব সংগঠনকে বেঁধে দেওয়া অফিস কার্যক্রমের সময় আরো বাড়বে।

সোমবার টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অফিস কার্যক্রমের নোটিশ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব সংগঠনের সঙ্গে সভা করে সময় নির্ধারণের কথা বলেছেন। আমরা তাদের সঙ্গে মিটিং করেছি। সেখানে তারা মতামত দিয়েছেন। অফিস কার্যক্রমের সময় আরো বাড়ানো হবে।’

আগের দেওয়া নোটিশটি এখনো কার্যকর করা হয়নি বলেও জানান টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান।

এর আগে এক নোটিশের মাধ্যমে নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সংগঠনগুলোর অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। তবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত ১১টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন।




রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/ইয়ামিন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়