ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জবি শাখা ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ২ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবি শাখা ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

জবি প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- জবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, সহ সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান বলেন, এই সময়ে যারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কখনই ছাত্রদলের নেতা হতে পারে না। শৃঙ্খলাবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।



রাইজিংবিডি/ঢাকা/২ অক্টোবর ২০১৮/আশরাফুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়