ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভর্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই : ঢাবি প্রশাসন

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভর্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই : ঢাবি প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঘ- ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ও আজকের বিভিন্ন সংবাদ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার আগেই ফল প্রকাশ করা হয়েছে’ মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

এ-বিষয়ে জনমনে বিভ্রান্তি নিরসন লক্ষ্যে জানানো যাচ্ছে যে, তদন্ত কমিটির আহ্বায়ক প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সাপ্তাহিক ছুটি ও বিশ্ববিদ্যালয় শোক দিবসের ছুটির মধ্যেও অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেন। রিপোর্ট পাওয়ার পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কর্তৃক ১৬ অক্টোবর মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ঘ-ইউনিটের ফল প্রকাশ করা হয়। অতএব, এক্ষেত্রে বিভ্রান্তির কোন অবকাশ নেই।



রাইজিংবিডি/ঢাকা/১৯ অক্টোবর ২০১৮/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়