ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৭ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাশ আর নেই। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সুধীন দাশ অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুধীন দাশের মরদেহ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। অন্ত্যেষ্টিক্রিয়া হবে পোস্তগোলা শ্মশানে।

সংগীতজ্ঞ সুধীন দাশ এ পর্যন্ত নজরুল ইনস্টিটিউট থেকে ১৬টি ও নজরুল একাডেমি থেকে পাঁচটিসহ মোট ২১টি খণ্ডে নজরুলগীতির স্বরলিপির বই বের করেছেন। লালনগীতির ক্ষেত্রেও তার অবদান সর্বজন স্বীকৃত। তিনিই প্রথম লালনগীতির স্বরলিপির গ্রন্থ প্রকাশ করেছেন।

সুধীন দাশ ১৯৩০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি একুশে পদক পান। এ ছাড়া অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সুধীন দাশ।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুন ২০১৭/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়