ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এমন করে রাজ্জাক চলে যাবে ভাবিনি: সুচন্দা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমন করে রাজ্জাক চলে যাবে ভাবিনি: সুচন্দা

নায়করাজ রাজ্জাক ও সুচন্দা

আমিনুল ইসলাম শান্ত : সোমবার না ফেরার দেশে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুর খবরে হতবাক হয়ে পড়েছেন ভক্তরা। শোবিজ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছেন প্রিয় অভিনেতাকে হারিয়ে। 

অভিনয় জীবনে যে কজন অভিনেত্রীর সঙ্গে রাজ্জাক জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন তার মধ্যে অন্যতম রাজ্জাক-সুচন্দা জুটি। হঠাৎ রাজ্জাকের মৃত্যুর খবর শুনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন সুচন্দা। রাজ্জাকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর রাইজিংবিডির সঙ্গে কথা হয় সুচন্দার।  

তিনি বলেন, ‘এই তো কিছুক্ষণ আগে টেলিভিশন দেখে দুঃসংবাদটি জানলাম। আমি কি বলবো বুঝতে পারছি না। কথা বলার মতো কোনো অবস্থাতেই এখন নেই। একদম নির্বাক হয়ে গেছি। হঠাৎ করে এ রকম একটা ঘটনা ঘটবে তা কল্পনাও করিনি। অনেক সময় হয় না, মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় কিন্তু তেমন কিছুই ঘটেনি। অথচ আচমকাই এমন করে রাজ্জাক চলে যাবে তা ভাবিনি (বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি)।

অন্য সবারই মতো রাজ্জাকের চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মী সুচন্দা। জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে প্রথম রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন সুচন্দা। সিনেমাটি ১৯৬৬ সালে মুক্তি পায়। এরপর ১৯৭০ সালে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রেও জুটি বাঁধেন রাজ্জাক-সুচন্দা। তবে এর মধ্যে ‘আনোয়ারা’, ‘দুই ভাই’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘জুলেখা’ প্রভৃতি সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা।



 

রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৭/শান্ত/মারুফ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ