ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৈয়দ হকের প্রয়াণ দিবস উপলক্ষে দুই নাটক

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দ হকের প্রয়াণ দিবস উপলক্ষে দুই নাটক

বিনোদন ডেস্ক : বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক। ২৭ সেপ্টেম্বর তার প্রথম প্রয়াণ দিবস। এ উপলক্ষে ঢাকার মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে দুই নাটক।

প্রাঙ্গনেমোরের আলোচিত প্রযোজনা ‘ঈর্ষা’। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যায় প্রদর্শিত হবে নাটকটি। প্রাঙ্গণেমোরের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’ সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাটক। নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা। এতে অভিনয় করছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হীরা।

এছাড়া সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রাঙ্গনেমোর থিয়েটার নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামে বিশেষ তথ্যচিত্র। এদিন প্রামান্যচিত্রটিও প্রদর্শিত হবে।

একই দিনে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে স্বপ্নদলের সাম্প্রতিক প্রযোজনা ‘হেলেন কেলার’।‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রযোজনা-ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।

নাটকটি প্রদর্শনীর পূর্বে সৈয়দ শামসুল হকের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনা করবেন কবি রবীন্দ্র গোপ এবং নাট্যজন লাকী ইনাম প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৭/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়