ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনো নতুন : পার্নো মিত্র

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ২৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনো নতুন : পার্নো মিত্র

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে বাংলাদেশি অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন ভারতের ইরফান খান, পার্নো মিত্র, ব্রাত্য বসু। এতে ইরফান খানের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় টলিউড অভিনেত্রী পার্নো মিত্র অভিনয় করেছেন বলে জানা যায়।  

নানা জটিলতা কাটিয়ে চলচ্চিত্রটি মুক্তির মিছিলে পা বাড়িয়েছে। ২৭ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার আগে কলকাতায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পার্নো মিত্র।

এ সময় পার্নো মিত্রর কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে চলচ্চিত্রটির শুটিংয়ের অভিজ্ঞতা। এ প্রসঙ্গে পার্নো মিত্র বলেন, ‘ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনো অনেকটাই নতুন। বেশ কিছু জিনিস হয়তো একটু অগোছাল, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওখানে আমি টানা ৪০দিন চলচ্চিত্রটির শুটিং করেছি। এখান থেকেও একটা ক্র গিয়েছিল। এই প্রথম আমার খুব হোমসিক লেগেছিল। তবে তিশা (নুসরাত ইমরোজ তিশা, সাবেরীর চরিত্রে) খুব সুইট। আমায় ওদের বাড়িতে মাঝে মাঝেই ডেকে খাওয়াত।’

জানা যায়, চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রটি রূপায়ন করেছেন ইরফান খান। আর তার দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। গল্পে যে কিনা ইরফান খানের মেয়ে সাবেরীর বান্ধুবীও। এমন একটি চরিত্র কীভাবে রূপায়ন করলেন? এমন প্রশ্নের জবাবে পার্নো মিত্র বলেন, ‘সকলেই কোনো না কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা সকলেই অন্য কাউকে কোনো না কোনো কারণে হিংসে করি। আমিও তো জীবনে কত বোকামি করেছি! সেই ইমোশনগুলো টেনে এনে অভিনয়ের সময় ব্যবহার করতে হয়। তা ছাড়া পরিচালক তো রয়েছেনই বুঝিয়ে দেওয়ার জন্য।’

‘ডুব’ চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এর মাধ্যমে প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে অভিনয় করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। এতে বাংলাদেশ থেকে অভিনয় করেছেন, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর ২০১৭/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়