ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

একসঙ্গে নাঈম-শ্রাবন্তী-শ্যামল

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একসঙ্গে নাঈম-শ্রাবন্তী-শ্যামল

নাঈম, ঊর্মিলা, শ্যামল

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনয়শিল্পী এফ এস নাঈম, শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘মোহমায়া’ নাটকে এই তিন তারকাকে একসঙ্গে দেখা যাবে। শুভ্র সরখেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আর কে সরকার।

‘মোহমায়া’ নাটকটি এই পরিচালকের নির্মিত প্রথম নাটক। এ প্রসঙ্গে  আর কে সরকার বলেন, ‘দীর্ঘ দুই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা রিয়াজুল রিজু স্যারের প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। এটা আমার প্রথম প্রোডাকশন, যার জন্য দীর্ঘদিন গল্পটি নিয়ে ভাবতে হয়েছে। অভিনয়শিল্পী বাছাই করার ক্ষেত্রেও বেগ পেতে হয়েছে। সবকিছু গুছিয়ে নেয়ার পর যখন উপলব্ধি করি যে, এখন শুটিং শুরু করতে পারি। তারপরই মূলত শুটিং শুরু করি। আশা করছি, দর্শক গতানুগতিক ধারার বাইরে সুন্দর একটি গল্পের নাটক দেখতে পাবেন।’

শ্যামল মাওলা বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। গল্পটি পড়ার পর মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবেন। আর কে সরকার নতুন পরিচালক সেটা কাজ করতে এসে একবারের জন্যও মনে হয়নি। আর ও এর আগে যে প্রোডাকশন হাউসে ছিল সেখানেও বেশ কয়েকটি কাজ একসঙ্গে করেছি। যার ফলে একসঙ্গে কাজ করতেও ভালো লাগছে।’

নাটকটির গল্পে দেখা যাবে, জয় একজন মনোবিজ্ঞানী। তার স্ত্রী মিতু বেশ ধৈর্যশীল ও শান্ত স্বভাবের মেয়ে। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। মিতুর প্রতিটি বিষয়ই জয় গুরুত্ব দিয়ে থাকে। মিতুও জয়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে খুব সচেতন। হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসে। জয় হাসানের চিকিৎসা করতে শুরু করে। চিকিৎসা চলাকালীন জয় ও হাসানের একধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসান আসার কারণে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে।

নাটকের গল্পে জয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। মিতু চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। আর হাসান চরিত্রে দেখা যাবে এফ এস নাঈমকে। নাটক প্রসঙ্গে ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘নাটকটির গল্প অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। শ্যামল ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

এফএস নাঈম বলেন, ‘মানসিক রোগী ও একটি পারিবারিক গল্প ফুটে উঠেছে নাটকটিতে। দর্শকদের কথা চিন্তা করেই নাটকটির গল্প সাজানো হয়েছে। দর্শকরা ভালো একটা কাজ দেখতে পাবেন।’

কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘মোহমায়া’ নাটকটি। সম্প্রতি নগরীর উত্তরাসহ বিভিন্ন স্থানে নাটকটির চিত্রায়নের কাজ হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন-সুস্মিতা দত্ত, রিয়া চৌধুরী প্রমুখ। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ