ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার ইয়াবা বাঁশ!

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার ইয়াবা বাঁশ!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সাদা চোখে দেখতে বাঁশই। কিন্তু আসলে এটি বাঁশ নয়। এটি একটি ইয়াবা বাঁশ।

শনিবার রাতে এমন একটি ইয়াবাভর্তি বাঁশসহ নগরীর স্টেশন রোডস্থ হোটেল মার্টিন থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। কঞ্চি বাঁশের ভিতর ঢুকিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় এদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল হোসেন (২৮), ফয়সাল ইসলাম রিপন (৩৮) ও মো. মানিক (৩২)।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের হোটেল মার্টিন নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি অবস্থান করার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঝাড়ুর মধ্যে থাকা কঞ্চি বাঁশের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে তারা অভিনব কায়দায় ইয়াবা পাচার ও ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ অক্টোবর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়