ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন

বিনোদন ডেস্ক : আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর দাফন সম্পন্ন হবে। রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন আইয়ুব বাচ্চুর ছোট ভাই ইরফান।

ইরফান বলেন, ‘আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর হাইকোর্ট মাজারের ওখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামী শনিবার চট্টগ্রামে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হবে। সবাই বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন।’

বর্তমানে স্কয়ার হাসপাতালে মরহুমের গোসল করানো হচ্ছে। তারপর হাসপাতালটির হিমঘরে লাশ সংরক্ষণ করা হবে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আইয়ুব বাচ্চুর লাশ রাখা হবে বলেও জানান ইরফান। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে রংপুরে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু। বুধবার সকালে পুরো টিম ঢাকায় ফেরে। আজ সকালে আইয়ুব বাচ্চু অস্বস্তি বোধ করছিলেন। তড়িঘড়ি করে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। ১৯৭৮ সালে সংগীত জীবন শুরু করেন তিনি। ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে গানে প্রথম কণ্ঠ দেন। ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী।

পড়ুন


রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/সাওন/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়